সাতক্ষীরায় সড়ক ছেড়ে ঘরে বাস, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:১৬ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৭, ১২:১৭

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়েছে। এতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। আহতদের নামপরিচয় জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিবুল ইসলাম জানান, বাসটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। তালা উপজেলার ভৈরবনগরে আসার পর অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে যানটি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হয় আরও চারজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :