মেসিকে এত ভালোবাসেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১২:২০ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৭, ১২:১৬

‘আমার দেখা সেরা ফুটবলা মেসি। তার সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি নিশ্চিত তার চেয়ে ভালো আর কাউকে আমি দেখব না। লিও আমার বন্ধু ছিলেন। তার সঙ্গ পেয়ে আমি গর্বিত। লুইস সুয়ারেজ ও তার সঙ্গে ঐতিহাসিক এক জুটি গড়েছিলাম। যা চেয়েছি তাই পেয়েছি।’

বার্সা ছেড়ে পিএসজির সঙ্গে চুক্তির খানিকটা আগে মেসিকে নিয়ে এমন আবেগময় কথা বলেন নেইমার। গেল রাতে ফরাসি ক্লাবের সঙ্গে হয়ে গেল পাঁচ বছরের চুক্তি করেছেন নেইমার। ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসের বাসিন্দা হয়ে গেলেন নেইমার।

‘বার্সায় খেলা চ্যালেঞ্জের চেয়েও বেশি কিছু ছিল। এত বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলছি, যেন ভিডিও গেম। আমার শুরুর দিনগুলোর কথা এখনো মনে পড়ছে। মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়েল, পিকে, বুসকেটসদের সঙ্গে ড্রেসিংরুমে বসা। অবিস্মরণীয় কিছু মুহূর্ত পার করেছি। কাতালানরা সব সময় আমার হৃদয়ে থাকবে।’ মন্তব্য নেইমারের।

এদিকে ফরাসি ক্লাবে গিয়ে দশ নাম্বার জার্সিই পেলেন নেইমার। বার্সা থাকাকালীন তার জার্সি নাম্বার ছিল ১১। আর ৩১তম ব্রাজিলিয়ান হিসেবে পিএসজিতে নাম লেখালেন নেইমার। তার আগে বিভিন্ন সময় পিএসজিতে ৩০জন ব্রাজিলের ফুটবলার খেলেছেন। তাছাড়া এই চুক্তির মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন নেইমার। এর আগে যে রেকর্ড ছিল পল পগবার। গত বছরের আগস্টে জুভেন্টাস থেকে পগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যেটা ছিল ট্রান্সফার ফির আগের রেকর্ড।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

বার্সায় নাম লেখানোর পর নেইমার গোল করেছেন একশর বেশি। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম। সূত্র: মার্কা।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :