আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ পলাতক আসামি নিহত

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১০:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মাদক মামলার পলাতক আসামি জালাল উদ্দিন (বুধু) নিহত হয়েছে।

শনিবার গভীর রাতে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, দুটি চাপাতি, দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

আহত এএসআই সেলিম ও কনস্টেবল নয়ন চাকমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, পাঁচটি মামলার পলাতক আসামি বুধুকে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামবাসী শুক্রবার বিকালে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে শনিবার রাত ২টার দিকে বাউতলা গ্রামে যাওয়ার পথে আখাউড়া-আগরতলা সড়কের উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর নামক স্থানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা জালাল উদ্দিন বুধুকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। পরে সেখান থেকে জালাল উদ্দিন বুধুর লাশ উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :