ঠাকুরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১১:৪৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোরা, কাটার মেশিনসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব, গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন, বগুড়া জেলার জাকিরুল ইসলাম, ঝালকাঠি জেলার মো. দেলেয়ার, ফরিদপুর জেলার মো. বাদশা, বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান, ‘ডাকাতদল পীরগঞ্জের বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় পুলিশ সেনুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :