‘অর্থমন্ত্রীর বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৫:২৭

সংবিধানের বাতিল হওয়া ষোড়শ সংশোধনী আবার পাস করার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মন্ত্রীর এই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার।’

শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালায় এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে। অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায়ের বিষয়ে শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে। প্রয়োজনে অনবরত পাস করা হবে।...বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’

রিজভী বলেন, ‘আদালতের রায় নিয়ে মন্ত্রীর এ ধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা।’

রায়ের বিভিন্ন বিষয়ে দেয়া পর্যবেক্ষণের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘আদালতের পর্যবেক্ষণে ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের বিষয়টি যেন ফুটে উঠেছে। সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের ৭৯৯ পৃষ্ঠার দীর্ঘ রায়ে- দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থাপনা, বিচার ব্যবস্থা, দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করবে সরকার এবং নির্বাচন কমিশনের শূন্যপদগুলো সরকারের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে। রায়ে সুপ্রিম কোর্ট দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও কথা বলেছে।’

রিজভী বলেন, ‘দলীয় রঙে সাজানো আইন শৃঙ্খলা বাহিনী ও দলের সশস্ত্র বেপরোয়া ক্যাডারদের উদ্ধত দাপটে সারাদেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। এই দাপটে শুধু তরুণ ছাত্র সিদ্দিকুর রহমানই অন্ধ হচ্ছে না, গোটা রাষ্ট্র ও সমাজকেও ক্রমান্বয়ে অন্ধত্বের দিকে ঠেলে দেয়া হচ্ছে। যার ফলে বগুড়ার মতিন সরকার ও তুফানরা এখন সমাজে প্রভু হয়ে বসেছে।’

“বিএনপির ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিৎ”-আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপিরা এখন প্রলাপ বকছেন।’

নেত্রকোণার দুর্গাপুর, কেন্দুয়া উপজেলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পটুয়াখালী সদর, মাদারীপুরের শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

হযযাত্রীদের বিড়ম্বনার দায় সরকারের

চলতি বছর ভিসা জটিলতায় হজযাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। সৌদি আরব ভিসা না দেয়ায় ১৫টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে বহু মানুষের হজ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই সমস্যার জন্য সরকারকেই দায়ী করেছেন রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরই হজযাত্রীদের নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলেও সরকার কোন নীতিমালা ও সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি না করায় হজযাত্রীরা হয়রানিতে পড়ছেন।’

রিজভী বলেন, ‘সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চলছে চরম অব্যবস্থা। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনায় একের পর এক বাতিল হচ্ছে নির্ধারিত হজ ফ্লাইট। হজযাত্রী পরিবহন শুরুর ১২ দিনে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে দুর্ভোগে পড়ছেন হজযাত্রীরা।’

এবারও ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে এমন দাবি করে রিজভী বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব এড়িয়ে চলায় হজ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিমানমন্ত্রী প্রতিদিনই জাতিকে সবক দিচ্ছেন অথচ নিজের মন্ত্রণালয় যে বারবার ব্যর্থতার হ্যাট্রিক করেছে সেটি তিনি বেমালুম ভুলে যান।’

(ঢাকাটাইমস/০৫আগস্ট/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :