মুহিতের বক্তব্য ভয়ঙ্কর: মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৫:২৮

সংবিধানের বাতিল হওয়া ষোড়শ সংশোধনী প্রয়োজনে বারবার পাস করার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ভয়ঙ্কর বলেছেন বিএনপি নেতা মওদুদ আমেদ। তিনি বলেন, ‘সরকার যদি ফের এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় তা হলে তাদের পতন আরো ত্বরান্বিত হবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ একথা বলেন। ‘নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন: প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম।

এই আলোচনায় রাজনৈতিক নানা বিষয়ের সঙ্গে শুক্রবার সিলেটে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়েও কথা বলেন চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ।

শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে। প্রয়োজনে অনবরত পাস করা হবে। বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়ে মওদুদ বলেন, ‘সরকারের একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী তিনি কালকে (শুক্রবার) বলেছেন যতবার এই ষোড়শ সংশোধনী বাতিল হবে, ততবারই আবার তারা সেই বিল বা আইন পাস করবেন। অর্থাৎ সংবিধানকে সংশোধন করবে। এটা একটা ভয়ঙ্কর কথা।’

মওদুদ বলেন, ‘এতে (অর্থমন্ত্রীর বক্তব্য) প্রমাণ করে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের উপর এই সরকারের আস্থা নেই। তারা (সরকার) বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী করে না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘সরকার যদি মনে করে তারা বিচার বিভাগের সাথে প্রতিযোগিতা করবে তাহলে সরকার হেরে যাবে। কেননা অতীতেও যারা বিচার বিভাগের উপর হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। কাজেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় শুধু ঐতিহাসিক নয় বরং দেশের ১৬ কোটির মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন। এই রায় এখন জাতীয় দলিল।’

মওদুদ বলেন, যারা এই রায়ের অবমূল্যায়ন করতে চান কিংবা উদ্যোগ নেন তাহলে অনুশোচনা করবেন এবং এতে করে সরকারের পতন আরও দ্রুত গতিতে হবে।’

দেশে গণতন্ত্র ও রাজনীতি নেই দাবি করে বিএনপি নেতা বলেন, ‘ক্ষমতাসীনদলের মহানায়করা যারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। তারা যদি তাদের এলাকায় আমাদেরকে (বিএনপি) ঘরোয়া পরিবেশে হলেও বৈঠক করার সুযোগ না দেন তাহলে তাদের কাছ থেকে কী করে গণতন্ত্র আশা করা যায়।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মওদুদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এদের অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এরা নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।’

নির্বাচনী পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সাহস না থাকলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতেও বলেন মওমুদ।

সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনায় গণ ফোরামের নির্বাহী চেয়ারম্যান সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক এস এম হাসান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :