‘দেশের ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৫:৫৮

দেশের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আর এ অপুষ্টি দূর করতে সরকার মায়েদের ভাতা দেয়াসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে শেরেবাংলা নগরের শিশু হসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘মায়েদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ও প্রয়োজনীয় টিকা দেয়ার পাশাপাশি সন্তানদের বুকের দুধ ও স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। সরকার মায়েদের জন্য ভাতা দিচ্ছে। কারণ মা সু্স্থ থাকলে শিশু সুস্থ থাকবে। সরকার শিশু মৃত্যুহার কমিয়েছে। আগে রাতকানা রোগ ছিল তিন শতাংশ, এখন নেই বললেই চলে। তবে এখনো আমাদের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি মায়েরই উচিত সন্তাকে বুকের দুধ খাওয়ানো। কারণ মায়ের দুধে প্রচুর ভিটামিন থাকে। শিশুর বেড়ে ওঠায় এটা সহায়তা করে। বুকের দুধের সঙ্গে সঙ্গে শিশুদের সুষম খাবারও দিতে হবে। তাহলে তারা অপুষ্টি থেকে রক্ষা পাবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক। এসময় জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন বক্তব্য দেন।

প্রসঙ্গত, সারাদেশে দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :