মুন্সিগঞ্জে নৌকার মনোনয়ন চাইলেন অ্যাটর্নি জেনারেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:০৯

‘আমি আগামী নির্বাচনের প্রত্যাশা নিয়ে মুন্সীগঞ্জ-২ আসনে বিচরণ করছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জনগণের সেবা করার সুযোগ পাব।’ মুন্সিগঞ্জের নিজ এলাকায় দিয়ে বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চারটি স্কুলে বই বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়, যশলদিয়া উচ্চ বিদ্যালয়, মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুণি লেখকদের বই তুলে দেন মাহবুবে আলম।

নির্বাচন করার অভিজ্ঞতা আছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি এর পূর্বেও প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ও জাতীয় নির্বাচনে জেনারেল ওসমানীর পক্ষে নির্বাচন করেছি।’

শুক্রবার লৌহজং উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের বৈঠকে সভার হট্টগোল প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ‘গতকালের বৈঠক প্রতিহত করা নিন্দনীয়। তৃণমূল নেতারা আমার সঙ্গে আছে।’

‘কিছু লোক আমার বিরুদ্ধে থাকবে এটাই স্বাভাবিক। এ নিয়ে আমি ভাবি না। দল যাকে মনোনয়ন দেবে, তিনিই আওয়ামী লীগের নির্বাচন করবেন।’

নিজের আইন পেশার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধ মামলার সঙ্গে যুক্ত ছিলাম। সেই মামলা সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করছি। এ বিচার আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।’

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবু ইউসুফ ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাছুদ হাসান চৌধুরী পরাগ, আইনজীবী সুভাষ চন্দ্র তরফদার, ছগির হোসেন, কনকশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :