নড়াইলে ২৯ স্কুলের জিপিএ ফাইভপ্রাপ্তদের সম্মাননা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৪০

নড়াইলের ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ২৮৩ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে লোহাগড়া উপজেলার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মননা প্রদান করা হয়।

এসএসএফ’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান হিমু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ইউ এস এম সাইফুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আহম্মেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক চৈতী রানী বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি সম্মাননা পদক এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষানুরাগী আমিনুর রহমান হিমুর উদ্যোগে এ সম্মাননার আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :