নতুন কোনো জোটে যাচ্ছে না জাতীয় পার্টি: এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৪১ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৪২
বুধবার বি চৌধুরির বাসায় নতুন জোট গঠনের বৈঠকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টি নতুন কোনো জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেই মুহম্মদ এরশাদ। এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি তিনি যে জোট করেছেন, সেটাতে কাউকে অন্তর্ভুক্ত করতে হলে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেই করা হবে।

নতুন রাজনৈতিক জোট গঠন প্রক্রিয়ায় জাতীয় পার্টিও থাকতে পারে-এমন গুঞ্জনের প্রেক্ষিতে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ কথা বলেন। তিনি ‘অসত্য’ খবরে বিভ্রান্ত না হতেও সবার প্রতি অনুরোধ জানান।

সম্প্রতি বিকল্প ধারা, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য প্রভৃতি দল ও সংগঠনের নেতারা একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার রাতে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকে ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরও। এই বৈঠকের পর গুঞ্জন ওঠে এরশাদের জাতীয় পার্টিও এই জোটে থাকবে কি না।

গত ৭ মে অনিবন্ধিত অনিবন্ধিত ৫৬ দলসহ মোট ৫৮ দলকে নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ করেন এরশাদ। সেদিন তিনি জানান, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এই জোট।

এরশাদ তার বিবৃতিতে বলেন, ‘জাতীয় পার্টির সাথে অন্য কোনো দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশিত হবার প্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভূক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’

এরশাদ বলেন, ‘ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা দুইটি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-কে নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি। এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। ইউএনএ-কে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

‘আমাদের জোটের নীতি ও আদর্শের সাথে ঐক্যমত পোষণ করে অন্য কোনো দল বা জোট সম্মিলিত জাতীয় জোটের শরীক হতে চাইলে- সে ব্যাপারে শুধু আমার জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এরশাদ। বলেন, ‘জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগত ভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে।’

‘আমাদের জোট সম্পর্কিত কোনো তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।’

ঢাকাটাইমস/০৫আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :