শিবচরে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৩

শিবচরে নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার শেখপুর এলাকার বিলপদ্মা নদীতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিলপদ্মা নদীতে বেশ কিছুদিন ধরেই বালু ব্যবসায়ীরা ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে উপজেলা বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। বালু উত্তোলনের জন্য নদীর মাঝে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নদীর পাড়ে এনে রাখা হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত দুপুরে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি পুড়িয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন সময় বিলপদ্মা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। শেখপুর বিলপদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারের মেশিন ও পাইপলাইন পুরিয়ে ফেলা হয়েছে। নদীতে যাতে কেউ অবৈধভাবে ড্রেজার ব্যবহার না করতে পারে এ ব্যাপারে অভিযান চলমান থাকবে।

এছাড়া ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকারী দোষীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, উপজেলা বিভিন্ন নদ-নদীতে একইভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যবসায় চলছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :