‘মেসির সঙ্গে খেলা সহজ ছিল আমার জন্য’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৫

চুক্তিতে সই করার পরে অবশেষে মুখ খুললেন নেইমার। জানালেন, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার কারণ। স্পষ্ট ভাষায় বলে দিলেন টাকার জন্য তিনি বার্সা ছেড়ে তিনি এখানে আসেননি।

তিনি দাবি করেন,‘শুধুমাত্র অর্থের জন্য পিএসজিতে খেলার সিদ্ধান্ত নিইনি। অর্থকে যদি প্রাধান্য দিতাম, তা হলে অন্য ক্লাবে সই করতাম। পিএসজিতে আসার সিদ্ধান্ত হৃদয় থেকেই নিয়েছি। তবে আমি হতাশ, যারা বলছে আমি শুধু মাত্র অর্থের জন্যই বার্সা ছেড়েছি।’

আর্জেন্টিনা অধিনায়কের ছায়া থেকে বেরিয়ে আসাতে মরিয়া নেইমার। সেই কারণেই নাকি পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। সেই জল্পনা উড়িয়ে নেমার বলেছেন,‘মেসি আমার আদর্শ। বার্সায় যোগ দেওয়ার পর প্রথম এক সপ্তাহ মানসিক ভাবে আমি প্রচণ্ড চাপে ছিলাম। মেসির জন্যই চাপমুক্ত হতে পেরেছিলাম। ওর সঙ্গে খেলাটাও অনেক সহজ ছিল। তাই মেসির জন্য কখনওই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিইনি।’

চুক্তি ভেঙে নেইমারের পিএসজিতে যাওয়ার জন্য ব্রাজিলীয় তারকার বাবা সিনিয়র নেইমারকেই দায়ী করছে ফুটবলবিশ্ব। কিন্তু এই ধারণা উড়িয়ে দিয়ে নেইমার বলেন,‘বাবা চেয়েছিলেন আমি বার্সাতেই খেলি। পিএসজিতে আসার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। কেউ আমাকে প্রভাবিত করেনি।’

যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে সপ্তাহ দুয়েক আগে বার্সার জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। জেরার্ড পিকেরা তাকে পিএসজিতে না যাওয়ার অনুরোধ করেছিলেন। সাবেক সতীর্থদের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নেইমার। বলেছেন,‘একঝাঁক দুর্দান্ত ফুটবলারদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি বার্সায়। ফলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই সহজ ছিল না।’

(ঢাকাটাইমস/৫আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :