বিএনপির কোনো প্রস্তাবই বাস্তবসম্মত নয়: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো প্রস্তাবই বাস্তবসম্মত নয় বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সহায়ক সরকার নয়,বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন উদ্বোধনের সময় এক সুধী সমাবেশে একথা বলেন তোফায়েল।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি সহায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি করছে। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলটি সহায়ক সরকারের দাবি জানালেও এখনো সেই রূপরেখা প্রকাশ করেনি। কিন্তু বিএনপির এই দাবির বিরোধিতা করছেন আওয়ামী লীগ নেতারা ।

তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর কোনো দেশের সংবিধানে সহায়ক সরকার বলে কোনো সরকার নেই। তাই আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাহিরে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

‘বিএনপি আগামী সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে। যতই চেষ্টা করুক না কেন তারা কখনো নির্বাচন বানচাল করতে পারবে না।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। তার কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সিরাজগঞ্জের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না।

ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :