‘নিজেদের বদলানোর কাজ শুরু করতে হবে এখনই’

ফরিদপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৮

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, ‘আমরা বদলে দেবো, বদলে যাবো। এ দেশটা আমাদের, সমাজটা আমাদেরই গড়তে হবে।’ তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে বদলে দিতে পারে প্রতিষ্ঠান প্রধান। আমাদের এখনই সময় নিজেদের বদলে নতুন করে কাজ শুরু করার। আমাদের সমাজকে বদলাতে হবে। আমাদের এখন আর পেছনে ফিরে তাকাবার সময় নেই। আমাদেরকে এগিয়ে যেতে হবে।‘

শনিবার সকালে ফরিদপুরের গোয়ালচামট এলাকার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা আসলে দক্ষ শিক্ষাব্যবস্থা পাচ্ছি না। আমাদের শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। সর্বোপরি আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে, দক্ষ শিক্ষা ব্যবস্থা দিতে হবে।’

বিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো। এই বিদ্যালয়কে আমি এমন প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো যাতে এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রী ভর্তি করতে হয়।’

শিক্ষকদের উদ্দেশ্যে ডিসি বলেন, ‘শিক্ষক তিনি শ্রেষ্ঠ সবার। আপনারা আমাদের বাচ্চাদের শিক্ষার মাধ্যমে জীবন গড়ে তুলেন। আপনারা প্রতিটা শিক্ষার্থীকে একজন দক্ষ মানুষ হিসেবে তৈরি করুন।’

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার সন্তানকে শুধু শিক্ষকই শিক্ষা দান করেন না। এর দায়িত্ব আপনারও। আপনার জীবন যাপনের প্রভাব আপনার সন্তানের ওপর পড়ে। আপনি আপনার সন্তানকে সময় দিন। সন্তানের প্রতি আদর, যত্ন ও শাসন বজায় রাখুন।’

ডিসি বলেন, ‘যে পিতা মাতা তার সন্তানকে প্রতি সকালে চুমু দিয়ে ঘর থেকে বিদায় দেন সে সন্তান কোনোদিন নষ্ট হতে পারে না।’ তিনি ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অভিভাবকদের সন্তানদের সাথে সময় দিতে বলেন। অভিভাবকদের এসময় টিভি সিরিয়াল না দেখার জন্য শপথ করান।

টেকসই উন্নয়ন ও সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে সভায় বক্তব্য দেন বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামসুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ডা. ওয়াহিদুজ্জামান, হারুনুর রশিদ প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক হারুনুর রশিদ, রেজাউল করিম, গৌতম কুমার সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে সালমা তানজিয়া বিদ্যালয়ে একটি ল্যাপটপ দেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এসএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :