বোয়ালমারীকে ডাকাতমুক্ত করার আশ্বাস ওসির

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৪৯ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৭:৪৭

ফরিদপুরের বোয়ালমারীকে অল্প সময়ের মধ্যে সন্ত্রাস ও ডাকাতমুক্ত করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

ডাকাত এবং তাদের আশ্রয়দাতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী তিন মাসের মধ্যে আমি এদেরকে আইনের আওতায় আনব।

এলাকাকে অল্প সময়ের মধ্যেই আদর্শ বাসযোগ্য এলাকায় পরিণত করার শপথ করেন ওসি।

তিনি বলেন, আটক ডাকাতের জন্যে কেউ সুপারিশে গেলে তাকেও আটক করা হবে।

বোয়ালমারী উপজেলার গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকালে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গুনবহা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই গভীর রাতে উপজেলার গুনবহা এলাকায় ঢাকাটাইমসের ইউরোপীয় ব্যুরো প্রধান কমরেড খন্দকারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৫-২০ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে যায়। এছাড়া ডাকাতরা কমরেড খন্দকারের বাবা-মাসহ পরিবারের চারজনকে মারাত্মক জখম করে।

এ ঘটনার প্রেক্ষিতে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গুনবহা গ্রামের প্রতিটি বাড়ির কমপক্ষে একজন সদস্যকে হাজির থাকার নির্দেশ দিয়ে এ সভার আয়োজন করেন।

সভা শেষে উপজেলা চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে সান্তনা দেন এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :