মামলা থেকে বাঁচতেই খালেদা পালিয়েছেন: কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ১৯:৫১

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম বন্ধ করতে এবং দেশীয়-আন্তর্জাতিক চক্রের সঙ্গে ষড়যন্ত্র করতেই চিকিৎসার অজুহাতে বিদেশ পালিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

শনিবার বিকালে সাভারের হেমায়েতপুরে নিজ সংসদীয় আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

কামরুল বলেন, ‘চোখের চিকিৎসা করার কথা একটা বাহানা মাত্র। আসলে নিজের মামলার পরিণতির আভাস পেয়েই খালেদা লন্ডন পালিয়েছেন। নীতিগতভাবে একজন মামলার আসামিকে বিদেশে যেতে হলে আদালত থেকে অনুমতি নিতে হয়, যা বেগম জিয়া নেননি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘সহায়ক সরকার ও মধ্যবর্তী সরকার যত কিছুর নাম বিএনপি বলুক না কেন তাদের নির্বাচনে আসতেই হবে। আর যথাসময়েই সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হবে। তাই নিজেদের মধ্যেকার কোন্দল এখন থেকেই ভুলে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ কষ্ট পায়।’ পাশাপাশি বিএনপির ষড়যন্ত্রে ভ্রুক্ষেপ না করারও পরামর্শ দেন আওয়ামী লীগের এই নেতা।

মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর।

সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :