বিএনপি ৩০টির বেশি আসন পাবে না: এলজিআরডি মন্ত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৭, ২১:৪২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘টক-শোতে কেউ কেউ বলেন বলেন আগামী নির্বাচন নিরপেক্ষ হলে নাকি আওয়ামী লীগ ৬০টির বেশি আসন পাবে না। আমি বলতে চাই বিএনপি ৩০ আসনও পাবে না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘গত নয় বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা কেউ করতে পারেনি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া।’

শনিবার সন্ধ্যায় ভোলার উপ-শহর বাংলাবাজারে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘কিছু কিছু বুদ্ধিজীবী আছে রাত ১২টার পর ছাড়া তাদের জ্ঞান খোলে না। মধ্যরাতের পরে চোরদেরও বুদ্ধি খোলে, পুলিশেরও তৎপরতা বাড়ে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া। কিন্তু খুনিদের বুলেটের কারণে তার সে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র টার্গেট পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। তাই তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চ্যেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :