ওই বক্তব্য অর্থমন্ত্রীর ব্যক্তিগত মতামত: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৩:১০ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১২:৫৬

উচ্চ আদালতে অবৈধ ঘোষণা করা সংবিধানের ষোড়শ সংশোধনী আবার পাসের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যা বলেছেন, সেটা সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়। এ কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ আদালতের রায় নিয়ে ঠান্ডা মাথায় ভাবছেন তারা।

রবিবার রাজধানীতে মেট্রোরেলের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর মন্তব্য ব্যক্তিগত মতামত।’

বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে নিয়ে পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী গত ৩ জুলাই অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এই রায়ে সরকারে অসন্তোষ থাকলেও এ নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে। প্রয়োজনে অনবরত পাস করা হবে।...বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’

অর্থমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও বিতর্ক উঠেছে। বিএনপির পক্ষ থেকে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এই বক্তব্যকে বিপজ্জনক বলেছেন। দলটির দাবি, অর্থমন্ত্রী আদালত অবমাননা করেছেন।

ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদও অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। শনিবার তিনি বলেন করেন, ‘অর্থমন্ত্রী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত, পার্টির বক্তব্য নয়। কারণ পার্টির বক্তব্য হলে তাদের দলীয় সাধারণ সম্পাদক এ বিষয়ে কথা বলতেন।’

পরদিন ওবায়দুল কাদেরের কাছে অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যপারে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।’

বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে জানিয়ে কাদের বলেন, ‘দলীয়ভাবে আমরা বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় ভাবছি। ষোড়শ সংশোধনী নিয়ে আমাদের মত পরে জানানো হবে।’

ঢাকাটাইমস/০৬আগস্ট/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :