আবেগ সবসময় চলে না: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৩:৩১
ফাইল ছবি

‘আসলে আবেগ ছাড়া কিছুই করা যায় না। তবে সেটা নিয়ন্ত্রণে থাকতে হবে। আবেগকে বাদ দিয়ে কেউ কিছু অর্জন করতে পারে না। যদি আপনার ইমোশান কাজ না করে তবে আপনি কাজটা ভালোভাবে শেষ করতে পারবেন না। ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, সবক্ষেত্রে আপনি পেশাদার হলে জীবনে অনেক কিছুই বাকি থেকে যাবে।’

দেশের একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে আবেগ নিয়ে এমন অভিমত পোষণ করলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে আবেগ যে সবসময় চলে না সেটাও বলেছেন মুশফিক। ‘কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় আছে যখন আবেগকে এড়িয়ে চলতে হবে। তাই আমি মনে করি, আবেগ এর ব্যবহারটা সঠিক জায়গায় করতে হবে তাহলে কিছু অর্জন সম্ভব।’

সামনে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সিরিজ। দুই সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করছে। ইতোমধ্যে ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে টাইগাররা। সেখান থেকে আবার ঢাকা ফিরবে মুশফিক-তামিমরা।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :