২৬০ কোটি টাকা আত্মসাৎ, ফেয়ার ইয়ার্নের এমডি রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৬:২৮

কৃষি ব্যাংকের দুইশ ৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ জুলাই এ আসামিকে আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেছিল দুদক। ওইদিন আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়েছিল।

এর আগে গত ৩ আগস্ট রাতে গুলশানের বাসা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে দুদক। এর আগে গত ৩ আগস্ট রাতে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জসিম উদ্দিনের স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক ইয়াসমীন আহমেদ, মেসার্স রোজর্বাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. হযরত আলী, কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও মো. আবুল হোসেন, গোলাম রসুল ও সাবেক এজিএম মো. জুনায়ের মনজুরকেও আসামি করা হয়।

মামলায় বলা হয়, ঋণ জালিয়াতির মাধ্যমে কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ২৬০ কোটি ১৮ লাখ চার হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেছেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :