শেরপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৬:২৯

শেরপুরে রোজিনা খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করার দায়ে আব্দুল মজিদ লুদু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁশলী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্বকুমরি গ্রামের আবুল কাশেমের ১৩ বছর বয়সের ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রী প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এসময় একই গ্রামের কালু শেখের পুত্র দুই সন্তানের জনক আব্দুল মজিদ লুদু রোজিনাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় রোজিনার মা আম্বিয়া বেগম বাদী হয়ে ২০ মার্চ শেরপুর সদর থানায় অপহরণকারী লুদু ও তার সহযোগী হাবিবুর রহমানকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। পরে ৯ আগস্ট শহরের সাতানিপাড়া মহল্লা থেকে পুলিশ রোজিনাকে উদ্ধার করে।

পরে ৩০ আগস্ট মামলার চার্জ গঠন করা হলে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেয়। মামলায় অপর আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :