‘রাকায় গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৪২ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৩৮

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার রাকা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলা গণহত্যার পর্যায়ে চলে গেছে। সেখানে নিষিদ্ধ ঘোষিত অস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী গণহত্যার অপরাধ করেছে।

সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে রাজধানী তেহরানে আজ রবিবার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় আলী শামখানি মার্কিন বিমান হামলায় ব্যাপক সংখ্যক বেসামরিক লোকজন নিহত হওয়ার কথা তুলে ধরেন। এসব হামলা মার্কিন মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ এবং এর মাধ্যমে মানবাধিকারের নীতিমালার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ঘাটতি পরিষ্কার হয়ে ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

আলী শামখানি বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না করে বরং মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের পক্ষে সন্দেহজনক তৎপরতা চালাচ্ছে এবং তারা পরিস্থিতি আরো খারাপ করেছে। সিরিয়ার চলমান সংকটে ইরান দামেস্ক সরকারের পাশে থাকবে বলেও আলী শামখানি ঘোষণা করেন।'

তিনি বলেন, ‘সিরিয়ার সংকট কেটে না যাওয়া পর্যন্ত সিরিয়ার জনগণের পাশে থাকবে ইরান।’

বৈঠকে সিরিয়ার প্রধানমন্ত্রী তার দেশের বর্তমান অবস্থা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র তুলে ধরেন। সিরিয়ার জনগণ ও সরকারের পাশে দাঁড়ানোর জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানান।

ইমাদ খামিস বলেন, সন্ত্রাসীদের প্রতি কয়েকটি দেশের সমর্থন বন্ধ করার ওপর সিরিয়ায় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৬আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

ওয়াশিং মেশিনের ভেতরে মিলল কোটি কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :