ফরিদপুরে দুই ভুয়া ডাক্তারের জেল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৫৫

ফরিদপুর শহরস্ত ভাংগা রাস্তার মোড়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই ভুয়া ডাক্তারকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই ডায়াগনষ্টিক সেন্টারের টেকনিশিয়ান মোস্তাফিজুর রহমান ও ব্লাড টেষ্টকারী শিলা বেগম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, রোগীদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে শহরের ভাংগা রাস্তার মোড়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযার চালানো হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টারে কোনো ডাক্তারের উপস্থিতি না পেয়ে সেখানে ডাক্তার পরিচয়ে ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান মোস্তাফিজুর রহমান ও ব্লাড টেস্টকারী শিলা বেগমকে আটক করা হয়।

তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মোস্তাফিজুর রহমানকে এক বছরের ও ব্লাড টেস্টকারী শিলা বেগমকে এক মাসের জেল দেওয়া হয়েছে।

তিনি জানান, ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে রিকশাওয়ালা দালালদের সহযোগিতায় সরকারি হাসপাতালে আসা রোগীদের এখানে এনে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা করে আসছিলো।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :