ভারতের ‘গোরক্ষক’ বাহিনী মার খেয়ে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৮:২০ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৮:১২

ভারতের বিভিন্ন রাজ্যে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব গত বেশ কিছু দিন ধরেই চলছে। এ বার সেই ‘গোরক্ষক’দেরই পাল্টা মারের মুখে পড়তে হলো। ট্রাকে গরু নিয়ে যাওয়া হচ্ছে কি না যাচাই করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি সাতজন স্বঘোষিত গোরক্ষক।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুনা থেকে ১০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্র রাজ্যের শ্রীগোন্ডাতে। মার খাওয়া সাতজনই শ্রীগোন্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আহমেদনগরের শ্রীগোন্ডায় কয়েকজন স্বঘোষিত গোরক্ষক একটি মিনি ট্রাক আটক করে। সেই ট্রাকে ১২টি গরু ছিল। পুলিশে খবর দেয়া হলে তখনকার মতো ট্রাক চালক এবং তার খালাসিকে আটক করে পুলিশ। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এরপর থানায় গিয়ে উপস্থিত হন কয়েকজন স্বঘোষিত গোরক্ষক। শুধু আটক না করে পুলিশের কাছে ট্রাক চালকদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন তারা। এতেই পরিস্থিতি বিগড়ে যায়।

থানার বাইরে ওই স্বঘোষিত গোরক্ষকরা যখন উচ্চপদস্থ কর্তাদের জন্য অপেক্ষা করছিলেন, সে সময়ই তাদের ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাইরে থেকে কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। লাঠি পেটাও করে।

ঘটনাস্থল থেকেই ২০ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীরা কারা তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/৬আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :