ভৈরবে বাসে ট্রেনের ধাক্কা: গেইটম্যান বরখাস্ত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৮:৪০

কিশোরগঞ্জের ভৈরবে গত শুক্রবার দুপুরে বাসে ট্রেনের ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় ৪২ বাসযাত্রী আহত হন। এ দুর্ঘটনায় কর্তব্যরত রেলওয়ে গেইটম্যান হেলাল উদ্দিনকে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে। রেলওয়ের সহকারী প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য জানান।

এদিকে এ দুর্ঘটনা নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির কর্মকর্তারা হলেন- বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. রেজাউল হক, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (অপারেশন) মো. রাশেদুজ্জান, সহকারী সংকেত প্রকৌশলী সানোয়ার হোসেন খান, রেলওয়ের সহকারী সার্জন ও রেলওয়ের ভৈরব অফিসের সহকারী প্রকৌশলী আহসান হাবিব। তাদের মধ্য তদন্ত কমিটির প্রধান হলেন- সহকারী পরিবহন কর্মকর্তা মো. রেজাউল হক।

আগামী এক সপ্তাহের মধ্য তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের নিকট জমা দেবে বলে তারা জানান।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ভৈরবের শম্ভুপুর এলাকার রেলক্রসিংয়ে ভৈরব- ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের সাথে ঢাকা-তাড়াইলগামী একটি বাসের সংঘর্ষ হলে ৪২ জন আহত হন। এসময় বাসটি দুমড়ে মুচড়ে যায়।

(ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :