রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ১৮:৫২

বরিশালে গৃহবধূকে ধর্ষণচেষ্টায় চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের ওই নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে নালিশী মামলা করেন জেলার গৌরনদী উপজেলার ওই গৃহবধূ রোগী।

অভিযুক্ত চিকিৎসক হলেন- বরিশাল সদর হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের কনসালটেন্ট মো. সফিকুল ইসলাম।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, মামলার বাদী রোগী গৃহবধূ গত ৯ জুলাই অসুস্থ হয়ে বরিশাল সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানের কনসালটেন্ট সফিকুল ইসলাম তাকে হাসপাতালের বিপরীতে ব্যক্তিমালিকানাধীন পদ্মা ডায়গনস্টিক সেন্টার থেকে এক্স-রে করার নির্দেশ দেন। এক্স-রে করে নিয়ে এলে চিকিৎসক সফিকুল তাকে জানান, কোমড়ের হাড় ফাঁক হয়ে গেছে। তাকে প্রাইভেট চেম্বারে গিয়ে ব্যবস্থাপত্র নিতে হবে। সেখানে গেলে আবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বুকে টিউমার হয়েছে জানিয়ে ব্যবস্থাপত্র দেন চিকিৎসক।

গত ৩১ জুলাই প্রাইভেট চেম্বারে এলে টিউমার পরীক্ষার কথা জানিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই চিকিৎসক।

(ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :