ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ২১:৪৩

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানচালক আনারুল হোসেন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মোহাম্মদ মাহরুফ হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের আনারুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মশিয়ার রহমান ও তার বন্ধু শামীম হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন আনারুল।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার পিতা তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিকেলে আদালত অভিযুক্ত মশিয়ার রহমান ও শামীম হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেন। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের আদেশ দেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :