বাগেরহাটে ৪৮ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০০

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ১২:১৮

বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থি, মাদক চোরাকারবারী, তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান নয় দিন ধরে চললেও কোনো জঙ্গি, চরমপন্থি, মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া উদ্ধার করা যায়নি কোনো অবৈধ অস্ত্র। ১৪ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে এই অভিযান চলবে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকালে ঢাকাটাইমসের এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থি, মাদক ব্যবসায়ী, তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের ভান্ডারে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে গত ৬ আগস্ট থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করতে পুলিশের একাধিক দল কাজ করছে। গত ৪৮ ঘণ্টায় বাগেরহাটে অভিযান চালিয়ে পুলিশ নিয়মিত অনিয়মিত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১০০ জনকে গ্রেপ্তার করেছে। তবে জেলার তালিকাভূক্তদের এখনো ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :