চাঁপাইনবাবগঞ্জে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ১৬:৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত মাদক বিক্রেতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার তরিকুল ইসলামের স্ত্রী গেলেবানু ওরফে গেলে (৪২)।

সোমবার দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৫ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল গেলেবানু এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন গত ২০১৫ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-১ এর টেবিল ১(খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেন।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :