কে হচ্ছেন শ্রম সচিব?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ১৮:১০

সাত দিন ধরে শ্রম সচিবের পদ খালি রয়েছে। গত ১ আগস্ট শ্রমসচিব মিকাইল শিপার অবসর যান। এরপর থেকেই পদটি শূন্য হয়। তবে কে এই পদে আসতে পারেন এনিয়ে বেশ আলোচনা চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮৫ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে শ্রম সচিব নিয়োগ দেয়া হতে পারে। এই পদে আলোচনা রয়েছেন ৮৫ ব্যাচের কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন। এই দুইজন থেকে একজনকে শ্রম সচিব নিয়োগ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) ইউসুফ হারুন ঢাকাটাইমসকে বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা খুব শিগগিরই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে এপিডি বলেন, ‘এ সপ্তাহ তো লেগেই যাবে।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর কাজ করে অবসরে যান মিকাইল শিফার। মিকাইল শিপার ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :