ঝিনাইগাতী প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ২০:৩৫

শেরপুরের ঝিনাইগাতী প্রশাসনের ত্বরিত হস্থক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণি পড়ুয়া লিমা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে। লিমা স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন বলেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেবে না তার পরিবার, এমন মুচলেকা শিক্ষার্থীর মায়ের কাছ থেকে আদায় করা হয়েছে। এর আগেও ২০ জুলাই আরজিনা খাতুন (১৩) এবং ২৭ জুলাই শাপলা (১৪) নামে আরো দুই শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছিল বলে তিনি জানান।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল লতিফ তার মেয়ে লিমাকে (১৩) পাশের শালচূড়া গ্রামের সুরুজ আলীর ছেলে নূর মোহাম্মদের (১৮) সঙ্গে বিয়ে দেয়ার জন্য আয়োজন করে। বাল্যবিয়ের এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন এবং সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে দ্রুত ওই ছাত্রীর বিয়ে বন্ধের নির্দেশ দেন।

বাল্যবিয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও এ জেড এম শরীফ হোসেন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :