পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে র‌্যাবের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ২০:৩৬

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করে সাজা দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেয়া হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জন নারী ও পুরুষ সদস্যকে আটক করে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম এ ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) এএসপি মো. মিজানুর রহমান বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সাজাপ্রাপ্তরা হলেন মো. রাসেল, মো. নুরুজ্জামান, মো. লাভলু, মো. স্বপন, রেজাউল ইসলাম, রাহেলা বেগম, মোছা. সুফিয়া, মো. সেলিম, নজরুল ইসলাম দুলাল, জীবন শিকদার, মো. সুজন, মো. আবদুল হান্নান, মো. মনসুর, টুটুল শেখ, দেলোয়ার হোসেন, এনামুল হক সালু ও রোজিনা বেগম।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :