অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত মিরপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ২০:৩৭

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি শুরু হবে আগামী ২৭ আগস্ট।

দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলতে থাকা মিরপুর স্টেডিয়াম এখন পুরোপুরি প্রস্তুত। এই সংস্কার কাজের মূল উদ্দেশ্য ছিল ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা। সেটি হয়েছে। প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা বলেছেন, এখন ভারী বর্ষণে পানি জমবে না মিরপুর স্টেডিয়ামে। বৃষ্টি শেষ হওয়ার পর ১০-১৫ মিনিটের মধ্যেই আবার মাঠ প্রস্তুত করা সম্ভব হবে।

গামিনি ডি সিলভা বলেছেন, ‘নিয়মিত বৃষ্টি কোনও সমস্যা না। গত দুই মাস ধরে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা শতভাগ ভালো। এমনকি গত সপ্তাহে প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু ১০-১৫ মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা এখন আগের চেয়ে ভালো’।

তিনি আরও বলেন, ‘গ্রাউন্ড ও পিচ ইতোমধ্যে অস্ট্রেলিয়া সিরিজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। গত ফেব্রুয়ারি-মার্চ থেকে এটিই আমাদের মূল্য লক্ষ্য ছিল। এবং এটি আমরা করতে সক্ষম হয়েছি’।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :