রাউজানে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ২১:০৮

চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষত-বিক্ষত সড়ক স্বেচ্ছায় মেরামত করেছেন অর্ধশতাধিক তরুণ-যুবক। তারা বিনাশ্রমে গত দুই দিন এলাকার সড়ক মেরামতে কাজ করে যাচ্ছেন। তরুণদের মধ্যে আছে ছাত্রসহ বিভিন্ন শ্রেণির অর্ধশত মানুষ।

সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামীপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দীর্ঘ এক কিলোমিটার ক্ষত বিক্ষত সড়কটি এলাকার অর্ধশত তরুণ-যুবক মিলে পাশের ধানী জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাট করছেন। কেউ ভ্যান গাড়িতে বালু বোঝাই করে সড়কে ফেলছেন। কেউ ইট বিছানোর কাজে ব্যস্ত।

তাদের একজন শওকত আকবর বলেন, দুইদিন (রবি ও সোমবার) থেকে এখানে আমরা সড়ক মেরামত কাজ করছি। নিজেদের পকেটের টাকায় নাস্তা খাচ্ছি। গত কয়েকদফা বন্যার কারণে মোকামীপাড়ার এক কিলোমিটার এ সড়কটির পঞ্চাশটি স্থানে ভেঙে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাফিজুর রহমান বলেন, গত দুই দফা বন্যায় ভাঙার পর সড়কটি সরকারি বরাদ্দে মেরামত করেছি। এবার সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। তাই স্বেচ্ছায় যারা এ কাজে এগিয়ে এসেছে, তাদের সহযোগিতা করছি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :