ওজিদের ‘কঠিন পরীক্ষা’ নেবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৩:১৭ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৩:১৪
ফাইল ছবি

‘দেনা-পাওনার বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়। বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে বড় পরীক্ষা দিতে হবে। তাছাড়া গত কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি করেছে। ফলে আমার মনে হয় অস্ট্রেলিয়ার জন্য অনেক কঠিন একটা সফর হবে। মন্তব্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করছে। ইতোমধ্যে ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে টাইগাররা। সেখান থেকে আবার ঢাকায় ফিরবে মুশফিক-তামিমরা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল।

এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

উল্লেখ্য, ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। যদিও সে সময় ওজি দলকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সুবিধার প্রতিশ্রুতি দেয় বিসিবি। তারপরও অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসেনি। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় স্মিথরা।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :