ফরিদপুরে পতিতাপল্লী থেকে তিন মেয়ে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৫:১৪

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রথখোলা পতিতাপল্লী থেকে তিন মেয়েকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় ওই পল্লীর বাড়ি মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই মেয়েদের উদ্ধার করা হয় বলে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদে মঙ্গলবার ভোর থেকেই শহরের রথখোলা পতিতাপল্লীতে অবস্থান নেয় র‌্যাব।

এসময় কুমিল্লার রুমা আক্তার, হবিগঞ্জের সুমিতা রানী এবং ভোলার রোজিনা আক্তারকে উদ্ধার করা হয়।

তিনি জানান, একটি অপহরণকারী চক্র উদ্ধার কিশোরীদের বিভিন্নভাবে চাকরির প্রলোভন দেখিয়ে রথখোলা যৌনপল্লীর ভেতর বসবাসরত নারায়ণ চক্রবর্তীর ভাড়াটিয়া লিজা বেগমের নিকট টাকার বিনিময় বিক্রি করে দেয়। সেখানে তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হয়।

ওই স্থান হতে পরিত্রাণ পেতে চাইলে তাদের ঘরে তালাবদ্ধ অবস্থায় শারীরিক নির্যাতন করা হতো।

তিনি জানান, জড়িত লিজা বেগম এবং নারয়ণ চক্রবর্তীকেও আটক করা হয়েছে।

এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় উদ্ধার কিশোরী সুমিতা রানী সরকার বাদী হয়ে মানবপাচার মামলা করেন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :