রয়্যাল সৌদি আর্মড ফোর্সেসের বিএমটিএফ পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৫:২৬

রয়্যাল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুল রাহমান বিন সালেহ আল-বানইয়ানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) পরিদর্শন করেন।

অতিথিরা কারখানা প্রাঙ্গণে পৌঁছলে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান তাদের অভ্যর্থনা জানান।

এরপর রয়্যাল সৌদি আর্মড ফোর্সেস প্রতিনিধি দল বাংলাদেশ মেশিন টুলসের সম্মেলন কক্ষে বিএমটিএফের সার্বিক কার্যক্রম সম্বন্ধে প্রতিনিধি দলকে প্রেজেনন্টেশনের মাধ্যমে বিশদ ধারণা দেয়া হয়।

পরে প্রতিনিধি দল বিএমটিএফ ফ্যাক্টরি এলাকার জুতা তৈরি কারখানা ও অ্যাসেম্বলি সপসহ ফ্যাক্টরি পরিদর্শন করেন।

রয়্যাল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএমটিএফের বিভিন্ন কার্যক্রম দেখে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেন এবং বাংলাদেশের অর্থনীতিতে বিএমটিএফের অবদান দেখে প্রশংসা করেন।

প্রতিনিধি দল বাংলাদেশ সেনা বাহিনীর অন্যান্য স্থাপনাও পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :