দুই বোন খুন: আটক দুই আসামি ৩ দিনের রিমান্ডে

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৬:২৮

জামালপুরে দুই বোনকে গলাকেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি ওয়ারেছ আলী ও বিলাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আটকদের মঙ্গলাবার দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলা তদন্তকারী পুলিশ অফিসার নারায়ণপুর তদন্তের কেন্দ্রে ইনচার্জ মহব্বত কবির।

শুনানির পর আদালতের বিচারক নিস্কৃতি হাগিদক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামালপুরের চাঞ্চল্যকর দুই বোন হত্যার রহস্য উদঘাটন বা জড়িত আর কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান বলেন, দুই বোন হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এখন পর্যন্ত যে সব ক্লু পাওয়া গেছে, তার সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ২ আগস্ট সকালে জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের প্রবাসী শামীম হোসাইনের কন্যা ভাবনা ও লুবনা নামে দুই বোনের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভাবনা পুগলাই রহিমা কাজিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ছোট বোন লুবনা হাসিল মতিউর রহমান একাডেমীর চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :