সাতক্ষীরার শিশু পরিবারে যৌন নির্যাতন: তদন্ত রিপোর্ট পেশ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৬:৩১

সাতক্ষীরা শিশু পরিবারের এতিম শিশুদের ওপর দীর্ঘদিন চলা যৌন শারিরীক ও মানষিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে রিপোর্ট পেশ করেছে। তদন্তে একজনকে সাসপেন্ড ও বিভাগীয় মামলার সুপারিশ, তিনজনকে বদলি, শিক্ষক ও বাবুর্চিকে জেলার বাইরে বদলির সুপারিশ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর শিশু পরিবারের কর্মাচারী ও যৌন নিপীড়নকারী কর্মচারী বিমান বৈরাগীকে সাসপেন্ড ও বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। এছাড়া কর্মচারী তানভির হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফারহানকে জেলার বাইরে বদলির সুপারিশ করা হয়েছে।

এছাড়া বাবুর্চিকে ও শিক্ষক মোস্তফা নুরুজ্জামানকে বদলির সুপারিশ করা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, খাদ্যের যে অনিয়মের কথা বলা হয়েছে- সেখানে শিশু পরিবারের যে কমিটি আছে, তারা যখন-তখন তদন্ত করতে পারবেন। জেলা প্রশাসক প্রতি এক মাস অন্তর তদন্ত করবে। জেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে একজন ভালো শিক্ষক নিয়োগ দেয়ার জন্য।

তিনি আরো বলেন, শিশু পরিবারের ভেতরে ১৮ বছরের বেশি বয়সী কিছু ছাত্র আছে। তাদের চলে যেতে বলা হয়েছে। এছাড়া কিছু অতি উৎসাহী ছাত্র শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে, তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জুলাই রাতে শিশু পরিবারের শিশুরা একত্রিত হয়ে শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে। অভিযোগ, এখানে শিক্ষক-কর্মচারীরা তাদের ওপর যৌন নির্যাতন, মানষিক নির্যাতন শারিরীক নির্যাতন ও নিম্ননামের খাবার সরবরাহ করত।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :