১৩ জেএমবি সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:০৮ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৬:৫৪

টাঙ্গাইলে বিস্ফোরক মামলায় জেএমবির ১৩ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত। মঙ্গলবার দুপুরের টাঙ্গাইলের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ এই রায় ঘোষণা করেন।

এছাড়া রায়ে আসামিদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম খান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় করা মামলায় জেএমবি’র ১৩ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দেন ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমানুল্লাহ, আরমান বিন আজাদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান আব্দুল আহাদ হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম ও রাসেল। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামীম চৌধুরী দয়াল ও নাজিম উদ্দিন।

ঢাকাটাইমস/৮আগস্ট/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :