শিরোপা উৎসবে রিয়ালের শুরু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৮:২৭ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ০৮:২৪
ফাইল ছবি

ম্যাচের ৮৪ মিনিটে করিম বেনজেমাকে উঠিয়ে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। ততক্ষণে ম্যাচের চিত্রনাট্যটা ফাইনাল হয়ে গেছে। একদিকে ইসকো, ক্যাসিমিরো। অপরদিকে লুকাকু। এই তিনে মিলে স্কোরটা ২-১ সাজিয়ে রাখেন। রেফারির শেষ বাঁশি অবধি বজায় থাকে সেই ব্যবধান। মৌসুমের শুরুটা উৎসব দিয়েই রাঙাল জিনেদিন জিদানের ছাত্ররা। শেষের উত্তাপ মাড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলল লস ব্লাঙ্কোসরা।

মেসিডোনিয়ার স্কোপিয়েতে উপচে পড়া দর্শকদের শুরুতেই উল্লাসে মাতোয়ারা করেন রিয়াল তারকা ক্যাসিমিরো। ২৪তম মিনিটে ড্যানিয়েল কারভাহালের বাড়ানো বলকে গোলের রঙে রাঙান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর পরই হোসে মরিনহো তুলে নেন লিনগার্ডকে। তার পরিবর্তে মাঠে নামানো হয় রাশফোর্ডকে। ৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসকো। ইউনাইটেড রক্ষণ ভেঙে গোলপোস্টের কাছাকাছি বল নিয়ে ঢুকে পড়েন গ্যারেথ বেল তাকে সঙ্গ দেন কয়েকজন। শেষ পর্যন্ত বেলের দারুণ পাস কাজে লাগান ইসকো।

গোল হজমের পর ম্যানইউর খেলার ধার যেন অনেক বেড়ে যায়। শেষ সময়ে এসে তারা রিয়ালের ওপর অনেকখানি চড়া হন। ম্যাচের ৬৪ মিনিটে ম্যানইউকে প্রথম গোল এনে দেন লুকাকু। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে। এই জয়ে টানা দ্বিতীয় ও মোট চতুর্থবারের মত উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :