স্ন্যাপচ্যাট কিনে নিচ্ছে গুগল!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১২:২১

ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট কিনে নেয়ার পরিকল্পনা নিয়েছে টেক জায়ান্ট গুগল। এজন্য প্রতিষ্ঠানটিকে খরচ করতে হবে। ৩০০০ কোটি মার্কিন ডলার। যদিও স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান স্পিগেল গুগলের প্রস্তাবে সায় দেননি।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্ন্যাপচ্যাটের আর্থিক দূর্দশা চলছে। আর এই অবস্থায় প্রতিষ্ঠানটি কিনে নেয়ার প্রস্তাব দেয় গুগল।

ইভান স্পিগেলকে দেওয়া এই গোপন অফারকে প্রত্যাখ্যান করেই তিনি। তিন বছর আগেই ফেসবুক ৩০০ কোটি ডলারে কিনে নিতে চেয়েছিলো স্ন্যাপচ্যাট। তাই খুব সহজেই বোঝা যায় শেষ ৩ বছরে কতটা বাজার মুল্য বেড়েছে স্ন্যাপচ্যাটের।

এই খবরের জেরে বাজারে কোম্পানির শেয়ারের দাম এক লাফে ২.৩% বেড়ে গিয়েছে। প্রতিযোগী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মত অ্যাপগুলি একই রকম ফিচার বাজারে আনায় সম্প্রতি নিচের দিকেই চলছিলো কোম্পানির শেয়ার । কিন্তু এই খবর আবার চাঙ্গা করেছে বিনিয়োগকারীদের।

স্ন্যাপচ্যাটের ফিচার কপি করে সম্প্রতি বেশ সফল ইনস্টাগ্রাম। যদিও গুগলের তরফে এই খবরকে অস্বীকার করা হয়েছে। যদিও এর ফলে দুই কোম্পানির সম্পর্কের অবনতি হবে বলে মনে করছেনা বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা