নকিয়ার ‘সেলফি ফোন’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৪:০০

সেলফি কেন্দ্রীক একটি ফোন আনতে কাজ করছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নতুন এই ফোনটির মডেল নকিয়া এইট। ফোনটিকে বলা হচ্ছে

সেলফি মনস্টার। ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এইচএমডি গ্লোবাল জানিয়েছে, আগস্ট মাসেই নকিয়া এইট বাজারে আসবে। তবে ফোনটির দরদাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে নকিয়া এইট সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও বেশ কিছু টেক ওয়েবসাইটের তথ্য মতে, নকিয়ার নতুন এই ফোনটিতে

ফোনটিতে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। এই ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের। এতে জেইস লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের

ক্যামেরা।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির কোয়াডএইচডি ডিসপ্লে থাকছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে।

উইন ফিউচারের তথ্য মতে, নকিয়া এইট পাওয়া যাবে ৫৮৯ ইউরোতে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :