ঝিনাইদহে দুদকের গণশুনানিতে ৬৬ জনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৫:১৫

সরকারি সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঝিনাইদহ শহরের ডা. কে. আহম্মদ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।

আমিনুল ইসলাম বলেন, জনগণ হচ্ছে দেশের মালিক, তারা দুর্নীতি করে না। অথচ যাদের হাতে ক্ষমতা তারাই দুর্নীতি করে। দুর্নীতিসংক্রান্ত যেকোনো অভিযোগ ১০৬ নম্বরে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার মতো সারাদেশে স্ট্রাইকিং ফোর্স গঠন করে কঠোর হাতে দুর্নীতি দমন করা হবে। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুদক যাকে একবার ধরে তাকে ছাড়ে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনভর এই গণশুনানীতে সদর উপজেলার ৬৬ জন অভিযোগকারী অভিযোগ উত্থাপন করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকতারা জবাবদিহি করেন। এছাড়াও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

গড়াই নদে ডুবে ভাই-বোনের মৃত‌্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :