কুমিল্লায় স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৬:০২

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণখার গ্রামের আক্তারুজ্জামানের স্ত্রী সালমা আক্তার ও একই উপজেলার ধামতী গ্রামের দুদ মিয়ার ছেলে নুরুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবুল বাশার জানান, ২০০০ সালে দেবিদ্বারের ধামতী গ্রামের খোকন মিয়ার মেয়ে সালমা আক্তারকে বিয়ে করেন আক্তার। বিয়ের পর তিনি সৌদিতে চলে যান। ইতোমধ্যে তাদের একটি ছেলের জন্ম হয়। স্বামীর অনুপস্থিতিতে সালমা পাশের ধামতী গ্রামের নুরুল ইসলামের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সালিশও হয়। ২০১৩ সালে আক্তার দেশে এলে সালমা তাকে নিয়ে দেবিদ্বার সদরে বাসা ভাড়া করে চলে আসেন। ওই বছরের ৪ নভেম্বর ভাড়া বাসায় আক্তারকে প্রেমিক নুরুল ইসলামের সহযোগিতায় মাথায় আঘাত দিয়ে হত্যা করেন সালমা। পরে স্বামী আক্তারের মৃত্যু স্ট্রোক বলে অপপ্রচার চালান। প্রথমে অপমৃত্যু হলেও ময়নাতদন্তে মাথায় আঘাতের বিষয়টি উঠে আসে।

এনিয়ে আক্তারের ভাই হানিফ সরকার বাদী হয়ে ২০১৪ সালের ১ জানুয়ারি সালমা ও নুরুল ইসলামের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সাজা ভোগ করে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :