ময়মনসিংহে ১৭৬ জন গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৮:২৮

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালী মডেল থানায় ৫৬ জন, মুক্তাগাছায় ২৭ জন, গফরগাঁও ও পাগলায় ১১ জন, ফুলবাড়িয়ায় ১১ জন, নান্দাইলে পাঁচ জন, তারাকান্দায় চার জন, ঈশ্বরগঞ্জে ১০ জন, ফুলপুরে সাত জন, ভালুকায় ১৬ জন, হালুয়াঘাটে তিন জন, ধোবাউড়ায় পাঁচ জন, গৌরীপুরে চার জনসহ মোট ১৭৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে মাদক, নিয়মিত মামলা ও পারোয়ানাভুক্ত আসামি রয়েছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী ঢাকাটাইমসকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :