নাটোরে নারীসহ ছয় ‘জেএমবি’ আদালতে, একজনের রিমান্ড

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৯:০৯

নাটোরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিন নারীসহ জেএমবির ছয় সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে শহিদুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক সুমাইয়া ওরফে মাহমুদা, রাঙ্গামাটি থেকে আটক কুলিয়ারা কলি ও আশরাফি জাহান তিথি এবং নাটোরের গুরুদাসপুর থেকে আটক শহিদুল ও সদরের চাঁদপুর থেকে আটক ফজলুর রহমান, তার ভাই শহিদুল ইসলামকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৩ নারীকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

আদালত তিন নারীর রিমান্ড শুনানির দিন বৃহস্পতিবার ধার্য্য করেন। পাশপাশি গুরুদাসপুরের শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ জানুয়ারি নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ফজলুর রহমানকে আটক ও তার বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরদিন তার ভাই শহিদুলকে আটক করে পুলিশ।

(ঢাকাটাইমস/০৯/আগস্ট/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :