ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৪৩ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ২১:২৪

জামালপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর চার যাত্রী।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কম্বপুর এলাকার সানোয়ার হোসেন, চন্দ্রা এলাকার মীর হোসেন, বাঁশচড়া এলাকার ইনতেজ আলী ও অটোরিকশার চালক কম্বপুর এলাকার আবদুর রহিম। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় ময়মনসিংহ থেকে একটি লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ট্রেনটি চন্দ্রা রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সানোয়ার নিহত হয়। আহত সাতজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। পরে বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :