নেশার টাকা যোগাতে সন্তান বিক্রি, বাবা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ২১:৩৮
ফাইল ছবি

নেশার টাকা যোগাড় করতে নিজের সন্তানকে বিক্রি করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে এক বাবাকে আটক করেছে পুলিশ।

আটক বক্তির নাম হারুনুর রশিদ। লাকসাম রেলওয়ে জংশন থেকে বুধবার বিকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

ওসি বলেন, হারুনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট শিশু জাহিদকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তার বাবা রশিদ। এরপর তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় রাজিবপুর গ্রামের প্রবাসী রাশেদের স্ত্রী হাসিনা আক্তারের কাছে বিক্রি করে দেন।

সন্তান কে না পেয়ে জাহিদের মা ৬ আগস্ট শাহরাস্তি থানায় মানবপাচার আইনে একটি মামলা করেন। পরে পুলিশ সোনাইমুড়ি উপজেলা থেকে শিশু জাহিদকে উদ্ধার করে এবং হাসিনা আক্তারকে আটক করে। এর আজ বুধবার মামলার প্রধান আসামি শিশুটির বাবাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর হোনেস মামুন জানান, নেশার টাকা যোগাতে ২২ হাজার টাকার বিনিময়ে শিশু পুত্র জাহিদকে বিক্রি করেন রশিদ। একাধিক বিয়ের কারণে সন্তানের প্রতি তার মায়ামমতা কম ছিল। বর্তমানে তার চারজন স্ত্রী রয়েছে। এ পর্যন্ত তিনি আটটি বিয়ে করেছেন বলে আমরা জানতে পেরেছি।

(ঢাকাটাইমস/৯আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :