কিশোরগঞ্জে ইনভেনশান কোচিং সেন্টারে ক্লাস পার্টি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৭, ১২:১৭

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ইনভেনশান কোচিং সেন্টারের স্বনামধন্য ইংরেজি শিক্ষক বুলবুল স্যারের দশম শ্রেণির ইংরেজি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস পার্টি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের পুরানথানার ইসলামিয়া বোর্ডিংয়ে অবস্থিত ইনভেশান কোচিং সেন্টারে অনুষ্ঠিত পার্টিতে প্রধান অতিথি ছিলেন লিটলফ্রেন্ডস কিন্ডার গার্টেনের প্রিন্সিপ্যাল সাজেদা খানম।

বিশেষ অতিথি ছিলেন ইনভেনশান কোচিং সেন্টারের পরিচালক মহসিন স্যার, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী।

সংবর্ধিত অতিথি ছিলেন ইনভেনশান কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক বুলবুল স্যার। আলোচনায় অংশ নেন ইনভেনশান কোচিং সেন্টারের শিক্ষক তুষার, মাসুদ, মাসুক, আমানসহ অন্যান্য শিক্ষকরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক মুজিবুর রহমান স্যারের মনোমুগ্ধকর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান, আবৃত্তি ও কৌতুকে অংশগ্রহণ করেন শিক্ষার্থী খাদিজা, প্রিয়া, অনিক, মাসুক, মইন, সোহান, মাহিয়ান, সজিব প্রমুখ।

এর আগে ইংরেজি শিক্ষক বুলবুল স্যারকে ফুলেল সংবর্ধনা প্রদান ও কেক কাটা হয়। অনুষ্ঠানে অতিথিরা বুলবুল স্যারের ভুয়শী প্রশংসা করেন এবং কোচিং সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় ইনভেনশান কোচিং সেন্টারের দশম শ্রেণির ইংরেজি পড়ুয়া ৭৮ জন শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :